যৌন হেনস্থার অভিযোগে ক্যামেরাম্যান মোশারফকে শোকজ!

নিজস্ব প্রতিবেদক
এশিয়ান টিভির ক্যামেরাম্যান মোশারফ হোসেনকে সম্প্রতি প্রতিষ্ঠানটির এক নিউজ প্রেজেন্টারকে যৌন হেনস্থা করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই ঘটনায় টিভি চ্যানেল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং মোশারফকে তার আচরণের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
সম্প্রতি কারণ দর্শানোর (শোকজ) নোটিশের একটি ছবি অনুসন্ধানী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর মিডিয়া পাড়ায় চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদ।
জাওয়াদ নির্ঝর এর ফেসবুক পোস্ট থেকে যানা যায়, মোশারফ হোসেন এক সময় হোটেল পূর্বানীর ওয়েটার। এরপর চ্যানেল ওয়ানের পিয়ন। এভাবেই তার মিডিয়াতে পদার্পন। তারপর থেকে সে মোহনা টিভিতে ট্রেইনী ক্যামেরাম্যান। বর্তমানে এশিয়ান টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসাবে কর্মরত আছেন। তবে নিজেকে পরিচয় দেন এশিয়ান টিভির চিফ ক্যামেরাম্যান হিসেবে।
ফেসবুক পোস্টে তিনি আর লিখেছেন, বিগত স্বৈরশাসক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়ে কামিয়েছেন কোটি টাকা। দালালী করে মিরপুরে সিপির ফুড কর্নার, কচুক্ষেতে দোকান, ঢাকা মেডিকেলের সামনে সিটি কর্পোরেশনের দোকান বরাদ্দ সহ উত্তর বাড্ডা আলীর মোড় এলাকায় ফ্ল্যাট কিনেছেন। বর্তমানে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে ১১ ও ১২ নং রোড ওবায়দুল কাদেরের বোন জামাইয়ের দুটি বাড়ি মোশারফ এবং তার ভাই কাদেরের বোন জামায়ের বাবুর্চী এখন পর্যন্ত পাহারাদার হিসাবে নিয়োজিত আছে। শুধু তাই নয় বর্তমানে বিএনপির কিছু নেতার ছত্রছায়ায় এখনো সক্রিয় মোশারফ।
সূত্র বলছে, সম্প্রতি স্টুডিওতে নিউজ প্রেজেন্টারের সঙ্গে মোশারফের বিতর্ক হয়, যা পরে অসৌজন্যমূলক আচরণে রূপ নেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এটি প্রতিষ্ঠানের পরিবেশ ও সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
টিভি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শোকজ নোটিশের জবাব পাওয়ার পরই মোশারফের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, মোশারফের বিরুদ্ধে এসাইনমেন্ট কাভার করতে গিয়ে জোরপূর্বক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ জানলেও কোন ব্যবস্থা নেয়নি।
What's Your Reaction?






