রাজাপুরে ছাত্রদল নেতার লাইভে এসে বিষপান, আলোচনায় চাউর তারেক!
সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তারেক (২৩) ফেসবুক লাইভে এসে বিষপান করেছে।
তারেক চট্টগ্রামের চাঁদপুরে একটি বেসরকারি এনজিওতে কর্মরত আছে বলে জানা যায়। চাকরিতে অসন্তোষের কারনে তিনি এমনটা ঘটিয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
তারেক আজ সোমবার বিকেল ৩টার দিকে তার ব্যক্তিগত ফেসবুকে ১২ মিনিট ১৭ সেকেন্ডের লাইভে এসে এ কান্ড ঘটায়।
এ সময় লাইভে তাকে বলতে শোনা যায়, আমার কথায় ও কাজে কেউই যদি কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন আমকে মাফ করে দিবেন এবং আমার কাছে অনেকে টাকা পয়সা পাবেন বাজারে, স্ট্রান্ডের দোকানীরা অবশ্যই আমার পরিবার কাছে বলবেন তারা পরিশোধ করে দিবে। আমার রাজনৈতিক বন্ধুদের সঙ্গে কোন ধরনের খারাপ আচরণ করে থাকলে সবাই আমাকে মাফ করে দিবেন।
লাইভের আশার ১ ঘন্টা আগে নিজ ফেসবুকে তিনি কয়েকটি লেখা আপলোড করেন। তা হলো- "আমি ক্ষমার যোগ্য না। আমাকে সবাই মাফ করে দিবেন
জীবনে সুখী হতে পারলাম না" বলে এ স্ট্যা*টাস দেয়।
তারেক রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের প্রয়াত মজনু সিকদারের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট।
এ বিষয়ে তারেকের গ্রামের বাড়ির চাচাতো ভাই গিয়াস ও তামিম জানান, তারেক দীর্ঘদিন ধরে বাড়ি নেই। আমাদের সাথে কোন ধরনের যোগযোগ নেই। শুনছি চাঁদপুরের একটি এনজিওতে চাকরি করে। তাদের ঘরে কেউই থাকে না। বিষ খাওয়ার বিষয় জানতে চাইলে, লোকমুখে শুনছি ও ফেসবুক দেখলাম বিষপান করছে। যতটুকু জেনেছি বিষ খাওয়ার পরে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
বড় কৈবর্তখালি ছাত্রদলের এক কর্মীর সাথে কথা বল্লে তিনি জানান, তারিকুল রাজাপুর উপজেলা ও ৪ নং ওয়ার্ডের ছাত্রদলের একজন অন্যতম সদস্য, তার দ্রুত সুস্থতা কামনা করছি।
What's Your Reaction?