রাতে ওটিটিতে একসাথে আসছে ‘উৎসব’ ও ‘তান্ডব’

গত ঈদুল আজহায় মুক্তি পায় অন্তত হাফ ডজন চলচ্চিত্র। প্রেক্ষাগৃহের সফলতা শেষে এবার ওটিটিতে আসছে ঈদের দুই হিট ছবি ‘উৎসব’ ও ‘তাণ্ডব’।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে ছবি দুটি দেখতে পারবে দেশ–বিদেশের দর্শকরা। শাকিব খানের ‘তান্ডব’ চরকির পাশাপাশি দেখা যাবে আরেক ওটিটি ‘হইচই’—তেও।
রায়হান রাফী পরিচালিত ‘তান্ডব’ সিনেমায় শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নুর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ আরও অনেকে।
অপরদিকে, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’— এমন স্লোগানের ‘উৎসব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শকদের। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।
‘তাণ্ডব’ সিনেমাটির প্রযোজনায় ছিল এসভিএফ এবং আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। অপরদিকে, ‘উৎসব’— এর প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স। দুটি সিনেমারই সহ–প্রযোজনার দায়িত্বে ছিল চরকি।
What's Your Reaction?






