শারর্দীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়াকৈরে বিএনপির আর্থিক সহযোগিতা প্রদাণ

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদাণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শ্রীফলতলী জমিদার মাঠে এই অনুষ্ঠান করা হয়েছে।
কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বাবু চন্দ্রমোহন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী, গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য সোহেল রানা সহ উপজেলা ও পৌরসভার শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
কালিয়াকৈর উপজেলা ও পৌর সভায় ১৩৯ টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে বিএনপির পক্ষথেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
What's Your Reaction?






