শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

Feb 13, 2025 - 21:37
Feb 13, 2025 - 21:38
 0  8
শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
ছবি : সংগৃহীত

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। একই দিনে পবিত্র শবে-বরাতের রাত হওয়ায় ইজতেমা ময়দানেই শবে-বরাত পালনের জন্য লাখো মুসল্লির অংশ গ্রহণের ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে ময়দানের সকল কাজ সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার বাদ ফজর আম-বয়ানের মধ্য দিয়ে ইজতিমার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইজতেমার প্রথম রাত পবিত্র শবে-বরাতের রাত হওয়ায় সে রাতে লাখ লাখ মুসল্লি অংশ গ্রহণ করবেন বলে আশা করছি। 

ইতোমধ্যেই বিশ্ব ইজতেমা ময়দানে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরাও আসতে শুরু করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমে বলেন, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী একইভাবে দায়িত্ব পালন করবে। 

তিনি বলেন, আমরা আশা করছি, এই পর্বও সুষ্ঠু ও শান্তিপর্ণভাবে সম্পন্ন হবে। আমাদের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবেন তারা। ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

গত ৩১ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দুই ধাপে ইজতেমা সম্পন্ন হয়।

আগামীকাল শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী তথা মাওলানা ওয়াসিফুল ইসলাম অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow