সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন

Aug 11, 2025 - 19:12
 0  4
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন
ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে এ কর্মসূচি আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীবৃন্দ।

ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইন চালুর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow