অন্য দলে যোগ দিয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিলেন নায়িকা

Dec 26, 2025 - 12:25
 0  2
অন্য দলে যোগ দিয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিলেন নায়িকা
ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

সব জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। পার্টি ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তাঁর দলবদল হয়।

দলে যোগ দেওয়ার পর পার্নো মিত্রকে হাতে দলীয় পতাকা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। নতুন রাজনৈতিক ইনিংসের সূচনা হিসেবে এই মুহূর্ত ঘিরে তৈরি হয় বেশ আলোচনা।

যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পার্নো মিত্র বলেন, ‘একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। তবে যেভাবে ভেবেছিলাম, বিষয়টি সেভাবে এগোয়নি। মানুষ মাত্রই ভুল করে।’

তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে নতুনভাবে কাজ করতে চাই।’

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, পার্নো ২০১৯ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে বিজেপির দলীয় কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি,’ বলেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে পার্নো মিত্র রাজনীতিতে পা রাখেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 

অন্যদিকে, ঢাকার সিনেমাতেই অভিনয় করেছেন এ নায়িকা। মোশাররফ করিমের বিপরীতে তিনি ‘বিলডাকিনি’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow