একটি বড় দলের কার্ড দেওয়ার ওয়াদা আচরণবিধির সুনির্দিষ্ট খেলাপ : জামায়াত

Dec 24, 2025 - 17:02
 0  2
একটি বড় দলের কার্ড দেওয়ার ওয়াদা আচরণবিধির সুনির্দিষ্ট খেলাপ : জামায়াত
ছবি : সংগৃহীত

বিএনপির বিভিন্ন ধরনের বিশেষায়িত কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে ইঙ্গিত করে জামায়াত ইসলামী নির্বাচন কমিশনে (ইসি) এসে অভিযোগ করে জানিয়েছে, তফসিল ঘোষণার পর এ ধরনের ঘোষণা নির্বাচন বিধির অর্থাৎ আচরণবিধির সুনির্দিষ্ট খেলাপ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই অভিযোগ করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি বড় দল...ওনারা (বিএনপি) বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লাখ, এত কোটি কার্ড দেবো, এক একটা কার্ডে এত হাজার, এত লাখ টাকা পাবেন। এ ধরনের অনেক ওয়াদা করছেন; যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণবিধির সুনির্দিষ্ট খেলাপ।

তিনি বলেন, যেখানেই যতটুকু আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, আমরা তাদের (ইসি) দৃষ্টি আকর্ষণে এনেছি। তাদের (ইসি) বলেছি যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। বিভিন্ন জায়গাতে নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হচ্ছে, লঙ্ঘন হচ্ছে আচরণবিধির। আমরা আজ এসব বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি যেন তাদের পক্ষ থেকে এ বিষয়ে আরও সক্রিয় উদ্যোগ নেওয়া হয়।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা বা আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা বলেছি আচরণবিধি দেখার দায়িত্ব ইসির, কোনও দলের নয়। আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

এ সময় নির্বাচনি পরিবেশ নিয়ে জামায়াতের এই নেতা বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে জনমনে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমাদের ৩০০ প্রার্থী মাঠে কাজ করছেন—এটা বাস্তব উদ্বেগ। আমরা বলেছি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার, প্রশাসনকে আরও অ্যাকটিভ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আরেকটি বিষয় বলেছি যে আমাদের নেতারা যারা নির্বাচনে ভূমিকা রাখছেন, আমাদের আমিরে জামায়াত, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতারা, শীর্ষ নেতারা ব্যাপক সফর করবেন; বিভিন্ন জায়গায় তাদের যেতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টিতে আমরা দৃষ্টি আকর্ষণ  করেছি। কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। এই বিষয়টি উনাদের (ইসি) দৃষ্টি আকর্ষণ করেছি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিসি ক্যামেরা। যেটা আমরা বারবার বলেছি, আজও বলেছি। নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন না হলে আমরা মনে করি যে সন্ত্রাসীরা এবং উদ্দেশ্য যাদের অসৎ থাকবে তারা নির্বাচনকে ভন্ডুল করার জন্য একটা বড় ধরনের সুযোগ পেয়ে যাবে। সিসি ক্যামেরা থাকলে সেই সুযোগটা আশা করি আর থাকবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow