ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ
শরিফ ওসমান হাদির খুনের মূল আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে শাহবাগে অবরোধ শুরু করে সংগঠনটি, এখনও বিক্ষোভ কর্মসূচি চলছে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা-কর্মীরা। এসময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মূল আসামিদের অতিদ্রুত গ্রেপ্তার করা না হলে আরও বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে আসামিদের পালাতে সহায়তাকারী ২ জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সরকার বদ্ধপরিকর। আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি পালনে দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী-নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল।
আর সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, হাদি হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়াও ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াশ ছাড়া কিছু নয়। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা।
What's Your Reaction?

