কাশিয়ানীর কুমার নদে দৃষ্টিনন্দন নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল

Sep 20, 2025 - 22:17
 0  8
কাশিয়ানীর কুমার নদে দৃষ্টিনন্দন নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দিতে কুমার নদে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হোগলাকান্দি গ্রামের যুবসমাজের আয়োজনে এ প্রতিযোগিতা ৬টি নৌকা অংশ নেয়। এর মধ্যে ‘যুব এক্সপ্রেস’ প্রথম হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কুমার নদের দুপাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় করেন।

নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা, মোবাইল ফোনে নৌকাবাইচের দৃশ্য ধারণ করছিলেন। প্রতিযোগী নৌকাগুলো যখন তাদের বৈঠা দিয়ে জল কেটে এগিয়ে যাচ্ছিল, তখন নদীর দুই পাড় থেকে দর্শকরা করতালি দিয়ে ও উল্লাস করে তাদের উৎসাহ দিচ্ছিলেন।

দুদিনব্যাপী এ প্রতিযোগিতার শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় সেলিমুজ্জামান বলেন, ‘আজকের এই নৌকাবাইচ প্রতিযোগিতা আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে এনেছে। গ্রামীণ মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিএনপির পক্ষ থেকে এ ধরণের আয়োজনের পাশে থাকার অঙ্গীকার করছি। সবার সহযোগিতায় আমরা একটি সমৃদ্ধ, সাংস্কৃতিকভাবে জাগ্রত বাংলাদেশ গড়তে চাই। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এমন একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী আয়োজন করার জন্য।’

আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউএনও পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মো. সালাহ উদ্দিন রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনসহ স্থানীয় গণমান্য ব্যক্তি।  

আয়োজক কমিটির প্রধান গিয়াস উদ্দিন বলেন, ‘গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে, নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং সাধারণ মানুষকে বিনোদন দিতে আমাদের এ আয়োজন। সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আমরা সকল অংশগ্রহণকারী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও যেন এই আয়োজন আরও বড় পরিসরে, আরও সুসংগঠিতভাবে করা যায় সেই প্রত্যাশা রইল।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow