কুড়িগ্রামে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
কুড়িগ্রামে জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য তাসভীর উল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রানা।
জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি উমর ফারুখ, জেলা বিএনপির সদস্য আজিজুল হক, সদস্য ডাঃ ইউনুছ আলী, সদস্য আশরাফুল হক রুবেল প্রমূখ।
পরিচিতি সভায় জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির ৫১জন সদস্য অংশ গ্রহণ করেন।
What's Your Reaction?






