ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Jul 19, 2025 - 23:13
 0  2
ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনায় মোছা. আরজু বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯ টায় উপজেলার কোশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২ টার দিকে আত্মীয়-স্বজনরা এসে সকলকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যাহিত কক্ষে গিয়ে একটি কাঠের চেয়ার ও দরি ব্যবহার করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লাশের রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow