নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Aug 20, 2025 - 00:16
 0  4
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় ও আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন, যুগ্ম আহ্বায়ক তুহিন আশরাফ সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এবং পরে কুড়িগ্রাম সদর হাসপাতালের সামনে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow