কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অ: দা:) মোঃ আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ শহিদুল ইসলাম শিমুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছাঃ শাহনাজ পারভীন সহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক ও সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ।
এসময় বক্তারা বাল্যবিবাহ'র ফলে একটি পরিবার, সমাজ ও জাতির উপর কিরুপ সমস্যার সৃষ্ঠি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এর থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি অফিস ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
What's Your Reaction?






