মিয়ানমারের কারেনি রাজ্যে জান্তার হামলা, নিহত ৩২

Aug 20, 2025 - 00:12
 0  4
মিয়ানমারের কারেনি রাজ্যে জান্তার হামলা, নিহত ৩২
ছবি : সংগৃহীত

মিয়ানমারের কারেনি (কায়াহ) রাজ্যে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। হামলায় এখন পর্যন্ত অন্তত ৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। 

রোববার কারেনি রাজ্যের মাওচি শহরে দফায় দফায় বিধ্বংসী বিমান হামলা চালায় জান্তার যুদ্ধবিমান। হামলাটিকে রাজ্যের এযাবৎকালের ভয়াবহ বিমান হামলা হিসেবে চিহ্নিত করা হয়। খবর ইরাবতীর

মঙ্গলবার কারেনি স্টেট ইনটেরিম এক্সিকিউটিভ কাউন্সিল (আইইসি) জানায়, হামলা নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আইইসির একজন কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ১৮ পুরুষ, আট নারী ও শিশু রয়েছেন। ছয়টি লাশ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে, তাদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ছাড়া এক নারী এবং চার পুরুষ আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow