কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

Mar 11, 2025 - 22:12
 0  2
কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ
ছবি : সংগৃহীত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তবে কৌশলে পালিয়ে গেছে চালক।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক দ্রুতগতিতে চালিয়ে কিছুদুর গিয়ে রাস্তার ধারে পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজা সহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও (ওসি) ডিবি মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এবং পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow