খাগড়াছড়িতে পর্যটক অপহরণ করে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

Mar 10, 2025 - 22:05
 0  2
খাগড়াছড়িতে পর্যটক অপহরণ করে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪
ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে আট পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন– বেলাল হোসেন, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগম।

এজাহারে বলা হয়, গত ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা মোখলিলুর রহমান ও তাঁর সাত বন্ধু সাজেকের উদ্দেশ্যে রওনা করেন। পরদিন তারা খাগড়াছড়ি জেলা সদরে নেমে সকাল সাড়ে ৯টার দিকে মাহিন্দ্রযোগে সাজেকের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তারা অপহরণের শিকার হন। তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ বাবদ আদায় করে অপহরণকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগী মো. খলিলুর রহমান গ্রেপ্তার চারজনসহ আটজনের নাম উল্লেখ করে দীঘিনালা থানায় একটি মামলা করেন।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow