খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন : জামায়াত আমির

Dec 30, 2025 - 08:18
 0  2
খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন : জামায়াত আমির
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জান্নাতের মেহমান হিসেবে কবুল করার’ জন্য প্রার্থনা করেছেন তিনি।

ফেইসবুকে দেওয়া পোস্টে শোক বার্তায় শফিকুর রহমান বলেন, "মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

"তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।"

১৯৯১ সালের নির্বাচনে বিএনপিকে সমর্থন জানায় জামায়াতে ইসলামী। ১৯৯৬ সালের নির্বাচনেও খালেদা জিয়ার দলের সঙ্গে ছিল জামায়াত। এরপর ২০০১ সালে জামায়াত ও আরও দুইদলকে সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠন করে নির্বাচনে আসে বিএনপি এবং বিপুল ভোটে জয়ী হয়ে সরকারও গঠন করে তারা।

এরপর ২০১৮ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গেই রাজনীতির পথে চলেছে। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বিএনপি ও জামায়াতের পথচলা আদালা হয়ে যায়। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, এলডিপিসহ আরো কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোটবদ্ধ হয়েছে।

আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের ‘যুগপৎ’ আন্দোলনের শরিক সাতটি দলসহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্বাচনে আসছে বিএনপি।

গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

অবস্থার অবনতি হলে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যারা হাসপাতালে ছুটে যান। রাত ২টার পর এজেডএম জাহিদ হোসেন হাসপাতালের সামনে এসে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ‘অত্যন্ত সঙ্কটকময়’ সময় অতিক্রম করছেন।

এর কয়েক ঘণ্টা পর হাসপাতালের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনকে মৃত ঘোষণা করেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন; তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো তিনি হারেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow