খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নগরকান্দায় দোয়া মাহফিল

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার বিকালে ইফতার আগ মুহূর্তে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলটি জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আশরাফ আলী মুন্সী, বদরুজ্জামান তারা মোল্লা, আলমগীর হোসেন বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সহ সম্পাদক জাহিদুল ইসলাম সহ জেলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






