গাজায় খাবারের তীব্র সংকট, ত্রাণ নিতে গিয়ে নিহত ৩

গাজায় চলছে খাবারের তীব্র সংকট। প্রতিনিয়ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজার অ্যাম্বুল্যান্স সূত্রের মতে, রাফাহ’র উত্তরের দিকে সহায়তা চাইতে গিয়ে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন তিনজন ফিলিস্তিনি। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শত শত ফিলিস্তিনি তাদের পরিবারের জন্য খাবার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বিতরণ কেন্দ্রগুলোতে যাওয়ার সময় মারা যাচ্ছেন। এই কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ সংস্থা পরিচালনা করছে। তবে, সংস্থাটির বিভিন্ন অনিয়ম নিয়ে ইতোমধ্যে অভিযোগ করেছে জাতিসংঘ।
এছাড়াও ত্রাণ কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় থাকায় অনেকেই খাবার সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কিংবা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়াও অনেক ফিলিস্তিনিকে দেখা যায় রাস্তায় পড়ে থাকা খাবার সংগ্রহ করতে।
সূত্র: আল জাজিরা।
What's Your Reaction?






