গাড়ি-বাড়িহীন আখতারের সম্পদের পরিমাণ কত? যা আছে হলফনামায়

Jan 1, 2026 - 17:45
 0  11
গাড়ি-বাড়িহীন আখতারের সম্পদের পরিমাণ কত? যা আছে হলফনামায়
ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ রাজনীতিবিদ আখতার হোসেন। সম্প্রতি জমা দেয়া তার নির্বাচনী হলফনামা থেকে বেরিয়ে এসেছে এক সাদাসিধে জীবনের চিত্র। যেখানে নেই কোনো বিলাসবহুল গাড়ি কিংবা অট্টালিকা।

হলফনামার তথ্য অনুযায়ী, পেশায় শিক্ষানবিশ আইনজীবী আখতার হোসেনের নিজের কোনো গাড়ি বা বাড়ি নেই। তার অস্থাবর সম্পদের মোট মূল্য ২৭ লাখ টাকা। নগদ টাকা রয়েছে ১৩ লাখ টাকা এবং ব্যাংকে জমা আছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা। এ ছাড়া নিজের ৭ লাখ টাকার গহনা আছে। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে তার বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা।

অন্যদিকে, তার স্ত্রী সানজিদা আক্তারের মোট ১৬ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। নগদ আছে ৪ লাখ টাকা আর ১০ লাখ টাকার গহনা আছে।

স্থাবর সম্পদ হিসেবে আখতারের রয়েছে মাত্র ১৮ শতাংশ কৃষিজমি, যার বর্তমান বাজারমূল্য উল্লেখ করা হয়েছে মাত্র ২৩ হাজার টাকা। নেই কোনো ব্যাংক ঋণ বা সরকারি দায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা ২০১৮ সালে প্রশ্নফাঁসের প্রতিবাদে একক অনশন করে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক হিসেবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশি নির্যাতন সয়েও রাজপথে সক্রিয় ছিলেন তিনি।

এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ। রংপুর-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন। জোটগত আসন সমঝোতার কারণে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।
 
উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow