দিনাজপুরে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিকেলে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের র্ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। নাশকতার পরিকল্পনা, শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন মামলার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
দিনাজপুর ডিআইও-১ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো জেলায় ৩৫ জন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ মোট ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দিনাজপুর সদরে ১০ জন, ঘোড়াঘাটে ২ জন, বিরামপুরে ৩ জন, ফুলবাড়ীতে ২ জনসহ বিভিন্ন উপজেলায় গ্রেপ্তার রয়েছেন।
What's Your Reaction?






