চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয়রা

Feb 27, 2025 - 15:59
 0  4
চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয়রা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী শামীমা সীমা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে নিজ কর্মস্থলে শিক্ষার্থী পরিচয়ে কিছু উত্তেজিত লোকজন অবরুদ্ধ করে রেখেছিল। থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরের গোলপাহাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শামীমা সীমা গোলপাহাড় মোড়স্থ একটি অফিসের ফ্রন্ট ডেস্কে কাজ করতেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’–এর নেতৃত্ব দিতেন। শামীমা সীমা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরিও নেন। ৫ আগস্টের পর আর যাননি চাকরিতে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, গোলপাহাড় এলাকায় বিক্ষুব্ধ কিছু লোকজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় ওই নেত্রীকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow