চার দিন পর রাজশাহী-ঢাকা পথে দূরপাল্লার বাস চলাচল শুরু

Sep 29, 2025 - 19:55
 0  7
চার দিন পর রাজশাহী-ঢাকা পথে দূরপাল্লার বাস চলাচল শুরু
ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো

চার দিন বন্ধ থাকার পর সমঝোতার মাধ্যমে রাজশাহী-ঢাকা পথে দূরপাল্লায় বাস চলাচল শুরু হয়েছে। সোমবার বিকেল থেকে বাস চলাচল শুরু হয়। 

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় বাস চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

তিনি বলেন, ‘চালকদের অযোক্তিক দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে মালিকপক্ষ। সোমবার মালিক-শ্রমিকদের বৈঠকে তাদের দাবি করা বেতন বৃদ্ধি হয়। এরপর তারা কাজে যোগ দিয়েছেন।’

বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী পরিবহন যেমন দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে শুধু একতা ট্রান্সপোর্ট ও কিছু লোকাল বাস চলাচল করছিল।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের আশ্বাসে কাজে ফেরেন তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা।

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, ‘ঢাকার গাবতলীতে দুইপক্ষের (বাস মালিক ও শ্রমিক) সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow