ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে : জামায়াত আমির

Sep 20, 2025 - 21:54
 0  8
ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে : জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। যারা জামায়াতকে ভালোবাসেন এবং যাদের জামায়াত ভালোবাসে—তাদের নিয়েই আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার আশা করা হচ্ছে। সেই নির্বাচনে বিজয়লাভের লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব বলেন।

জামায়াত আমির বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, কেউ হাত-পা-চক্ষু হারিয়েছেন। আমাদের সেই ত্যাগ-কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের মহান বিজয় দান করেছেন। তিনি শহীদ ও আহতদের জন্য দোয়া করেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করার আহ্বান জানান।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্যের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, অসুস্থতা ও সুস্থতা দুটিই আল্লাহর নিয়ামত, তাই প্রতিটি অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। তিনি বলেন, “বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের কুরবানির বিনিময়েই আজ আমরা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি।”

জামায়াত আমির বলেন, আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিরাট পুরস্কার পেয়েছিলেন। তেমনি আমাদের নেতৃবৃন্দও নির্যাতন, জেল-জুলুম ও শহীদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীন পরিবেশের পথ তৈরি করেছেন। তিনি সকলকে বিনয়ী, জনগণের সেবক এবং আল্লাহর উপর ভরসাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য ও সারাদেশ থেকে নির্বাচিত শূরা সদস্যরা। অধিবেশনে ষান্মাসিক রিপোর্ট উপস্থাপনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow