জাগো বাহে তিস্তা বাঁচাই, সুন্দরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানির ন্যায্য অধিকার আদায় ও নদী রক্ষার দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, উক্ত সভায় সভাপতিত্ব করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের গাইবান্ধা জেলা সমন্বয়কারী অধ্যাপক ডা. মোঃ মঈনুল হাসান সাদিক।
সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের তিস্তা ব্রিজ পয়েন্টে শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তিস্তা নদী শুকিয়ে যাওয়ায় কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে এ অঞ্চলের কৃষি ও অর্থনীতি হুমকির মুখে পড়বে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে ভারতের সঙ্গে ন্যায্য পানির অধিকার নিশ্চিত করতে হবে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজকরা জানান, আন্দোলনকে বেগবান করতে আরও বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হবে এবং তিস্তা পাড়ের মানুষের অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
এ সময় উপস্থিত বক্তারা আরও বলেন, তিস্তার পানির ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে এবং ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবির বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
What's Your Reaction?






