ঘোড়াঘাট পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৬ কোটি টাকার ২০তম বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় পৌরসভা মিলনায়তনে পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজের সঞ্চালনায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আব্দুল আল-মামুন কাওসার শেখ।
চলতি ২০২৫-২৬ অর্থ বছরের ঘোড়াঘাট পৌরসভার মোট আয়ের বাজেট ধরা হয়েছে ৫৫ কোটি ৯৪ লাখ ২০০ টাকা। এর মধ্যে ব্যয়ের বাজেট ৫৫ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। এ অর্থ বছরের উদ্বৃত্ত ৬০ হাজার ৫০০ টাকা বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি টেকসই ও উন্নত পৌরসভা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, নতুন বাজেটে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানীয় জল সরবরাহ এবং শিক্ষাব্যবস্থা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরবাসীদের উন্নত সেবা প্রদানে এই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আঃ মাবুদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






