ঘোড়াঘাটে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Aug 27, 2025 - 17:47
 0  5
ঘোড়াঘাটে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার করতোয়া নদীর ওলির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিন বন্ধু মিলে নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ইসমাইল। ইসমাইল হোসেন পৌর শহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

জানা গেছে, সোমবার ইসমাইল হোসেন তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে করতোয়া নদীতে গোসল করতে যান। এ সময় তিনজন নদীতে নেমে নদীর দক্ষিণ পাড় থেকে সাঁতরে উত্তর পাড়ে যান। পরে তারা আবারও উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে আসার জন্য একসঙ্গে সাঁতার দেন। কিছুক্ষণ পর দুই বন্ধু সাঁতার কেটে পাড়ে পৌঁছালেও তাঁরা নদীতে ইসমাইল হোসেনকে দেখতে পাননি। এরপর থেকে নদীতে ইসমাইল হোসেনকে খোঁজাখুঁজি শুরু হয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে ইসমাইলের ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার পূর্বদিকে নদীর ওলির ঘাট এলাকায় ইসমাইলের লাশ ভেসে ওঠে। এর আগে নদীতে নিখোঁজ ইসমাইলের লাশ উদ্ধার জন্য ডুবুরি দলকে সঙ্গে নিয়ে সকাল ৮টা থেকে আবারও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিল।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, পৌরশহরের মোস্তাফিজুর রহমানের ছেলে ইসমাইল হোসেন সোমবার দুপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। আজ দুপুরে তার লাশ ভেসে উঠে। কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow