এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

Jul 16, 2025 - 17:55
 0  3
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লেকেরপাড়ে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
 
জানা গেছে, এনসিপির দেশব্যাপী পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন দলের শীর্ষ নেতারা। এ সময় গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। ঘটনার পর মাদারীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
  
এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকে মাদারীপুরে উপস্থিত থাকার কথা রয়েছে। স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে তারা বক্তব্য রাখবেন।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, ‘গোপালগঞ্জে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে যাতে মাদারীপুরের অনুষ্ঠান বানচাল হয়। কিন্তু আমরা প্রস্তুত, কোনো হামলার ভয়ে পিছু হটবো না।’
 
প্রসঙ্গত, পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার দুপুর ৩টায় মাদারীপুরে এনসিপি নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে গোপালগঞ্জের হামলার ঘটনায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow