ঝালকাঠিতে চলন্ত বাস থেকে ছিটকে পরে হেলপারের পায়ের পাতা বিচ্ছিন্ন

Mar 15, 2025 - 18:39
 0  2
ঝালকাঠিতে চলন্ত বাস থেকে ছিটকে পরে হেলপারের পায়ের পাতা বিচ্ছিন্ন
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের মেডিকেল মোড় নামক স্থানে শনিবার সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আহত হেলপার মনজু (৩০) সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকার শহিদুল জমাদ্দার এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘হিরা পরিবহন নামক একটি বাস ঝালকাঠি থেকে ছেড়ে এসে ভান্ডারিয়া দিকে যাচ্ছিল। মেডিকেল মোড় এলাকাতে আসলে গাড়িটি ডান দিকে টান নিয়ে ভান্ডারিয়া রোডের দিকে ঢোকার সময়ে হেলপার ছিটকে পরে।

এতে ডানপা বাসের চাকার নিচে চলে যায়। এতে পায়ের পাতা থেঁতলে অনেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আমারা স্থানীয়রা মিলে হেলপারকে বাসের নিচ থেকে বেড় করে রাজাপুর হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠিয়ে দেন।’’

এ বিষয় রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow