ঝালকাঠিতে মাতৃভাষা দিবসে জামায়াতে ইসলামী’র আলোচনা সভা অনুষ্ঠিত

Feb 21, 2025 - 16:49
 0  9
ঝালকাঠিতে মাতৃভাষা দিবসে জামায়াতে ইসলামী’র আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি : যমুনা টাইমস

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তান ভুল সিদ্ধান্তের কারনে সংঘাতের সৃষ্টি হয়। সংখ্যা গরিষ্ঠ পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষীদের জন্য উর্দু ভাষা চাপিয়ে দেয়া ছিল ভুল সিদ্ধান্ত এবং গোঁয়ার্তুমি আচরন। এ জন্যই বাঙালি আন্দোলনে ঝাপিয়ে পড়ে, অবশেষে পশ্চিম পাকিস্তান বাংলাকে রাস্ট্র ভাষা মেনে নিতে বাধ্য হয়। তাই আমাদের উচিত ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং বাংলা ভাষাকে সর্বস্তরে আরও বিস্তৃত করা।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর জামায়াতের সেক্রেটারি মো. সাহবুদ্দিন খলিফা। এ ছাড়া বক্তব্য রাখেন পৌর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবু, পৌর কর্মপরিষদ সদস্য মো. সরোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা ও পৌর জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow