তমিজ উদ্দিন সরকার পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Feb 16, 2025 - 18:41
Feb 17, 2025 - 19:59
 0  10
তমিজ উদ্দিন সরকার পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি : যমুনা টাইমস

নিজস্ব প্রতিবেদক

তমিজ উদ্দিন সরকার পাবলিক স্কুলে সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্রছাত্রীদের ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালিত ও হয়েছে।

অন্যবারের তুলনায় এবার এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয় যেমন ছিল অনেক, তেমনি ছিল বৈচিত্র্যপূর্ণ, যে জন্য সব শিক্ষার্থীই কমবেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম সরকার। এবারের প্রতিযোগিতার বিষয়গুলো ছিল বেশ বৈচিত্র্যপূর্ণ। বিশটিরও বেশি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এগুলোর মধ্যে বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়।

পুরুষ অতিথিদের জন্য ছিল ‘এপার ওপার খেলা’ এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ছিল ‘বলনিক্ষেপ’। এ খেলা দুটি খুবই উপভোগ্য হয়েছে। এ খেলাটি অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়। দর্শকদের মাঝে এটি ভিন্ন মাত্রার আনন্দ দেয়।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এবার বিদ্যালয়ের বিশাল মাঠ যেভাবে সাজানো হয়েছিল তা সবার দৃষ্টি কেড়েছে। তাছাড়া এবারের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও ছিল অত্যন্ত চমৎকার। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন, মশাল প্রজ্বলন, প্রতিযোগীদের কুচকাওয়াজ ইত্যাদি আনুষ্ঠানিকতা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

‘যেমন খুশি তেমন সাজো’ এই খেলায় যারা অংশ নিয়েছে তারাও অত্যন্ত রুচিবোধের পরিচয় দিয়েছে। ৫ আগস্টের আন্দোলনের কিছু চিত্র তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানের ধারাবর্ণনা ছিল চমৎকার। অনুষ্ঠানটি সফল করতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow