দুর্গাপূজায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা, সারাদেশে ২৮১ টহলদল

Sep 26, 2025 - 21:40
 0  9
দুর্গাপূজায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা, সারাদেশে ২৮১ টহলদল
ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে র‌্যাব। এর অংশ হিসেবে রাজধানীতে ৯৪টিসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, এবার সারাদেশে ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গাপূজা ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি এবং টহল বাড়িয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত র‌্যাব সদস্য মোতায়েন রাখবে। এরই মধ্যে ব্যাটলিয়নগুলো নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করেছে। র‌্যাব সদরদপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশে কেউ নাশকতার চেষ্টা করছে– এমন তথ্য পেলে র‌্যাবকে অবহিত করুন। এ ছাড়াও আইনশৃঙ্খলাসংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow