জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্বনেতাদের ওয়াক আউট

Sep 26, 2025 - 21:45
 0  9
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্বনেতাদের ওয়াক আউট
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ৪র্থ দিন আজ শুক্রবার প্রথম বক্তা হিসেবে ভাষণ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথে কয়েকশ দেশের নেতা ও প্রতিনিধিরা ওয়াকআউট করে বাইরে চলে যান।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই আজ ওয়াক আউট করেননি। তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা। এসময় এ ওয়াক আউট থেকে নজর সরাতে নেতানিয়াহুর সমর্থকরা জোরে জোরে তালি দেন। এরমধ্যে নেতানিয়াহুর স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও রয়েছেন।

এদিকে নেতানিয়াহুর এই ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করার নির্দেশ দিয়েছে ইসরয়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজ ও হা’রেৎজ- এর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পুরো গাজা উপত্যকায় লাউডস্পিকার বসিয়ে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি সম্প্রচার করতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে গাজা সীমান্তে সামরিক যান ও ক্রেনের ওপর লাউডস্পিকার লাখাতে দেখা গেছে ইসরায়েলি সৈন্যদের।

এদিকে এ পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন ইসরায়েলি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের কেউ কেউ, কারণ এর ফলে সেনাদের এমন এলাকায় প্রবেশ করতে হবে যেখান থেকে তারা হামাসের টার্গেটে পরিণত হতে পারে।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের জিম্মিদের পরিবারের সদস্যরাও। তারা অভিযোগ করেন, জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow