নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেস সচিব

Aug 15, 2025 - 20:20
 0  0
নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেস সচিব
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। এরই মধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আশা করছি, সেটি সবার সহযোগিতায় সম্ভব হবে।”

শুক্রবার দুপুরে মাগুরা শহরে পারন্দুয়ালী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি এবং একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গেছে। তাদের মর্যাদা সমুন্নত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়তে হবে।”

নির্বাচনের ব্যাপারে তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্ষাটা শুরু হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষাটা শেষ হলে দেখবেন পাড়ায়-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসেছে। সম্ভাব্য প্রার্থী ভোটের জন্য দুয়ারে-দুয়ারে যাবেন। পাড়ায়-পাড়ায় ভোটের অফিস হবে। এই ভোটের আমেজটা সারা দেশেই ছড়িয়ে পড়বে।

“আমরা নিশ্চিত যে, পুরো জাতি তখন কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে‌। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে।”

শফিকুল আলম আরও বলেন, “জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। উনি ছাত্রদলের স্থানীয় একজন নেতা ছিলেন। আমি তার কবরে গিয়েছিলাম। একই এলাকার আলামিন ছোট ব্যবসা করতেন ঢাকাতে; উনাকেও গুলি করে মারা হয়েছে। বাকি আটজন প্রত্যেকের কবরস্থানে যাব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow