নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন

Feb 7, 2025 - 13:36
 0  6
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন
ছবি : সংগৃহীত

নোয়খালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে একদল ছাত্র-জনতা গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতরে থাকা কিছু আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ভবনটির ওপরের অংশে আগুন ধরিয়ে দেয়া হয়। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছে।

এছাড়া, ওবায়দুল কাদেরের বাড়ির পাশে অবস্থিত তার ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে, তাদের এই পরিণতি হবে। বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ওবায়দুল কাদেরের বাড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। এরপর স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরও ভাঙচুরের করার ঘোষণা দেন তারা।

এ বাড়িটি ওবায়দুল কাদেরের জন্মস্থান ও তার ছোট ভাই বসুরহাট পৌরসভার  আলোচিত সাবেক মেয়র মির্জা কাদেরেরও বাসভবন।

৫ আগস্ট রাতে এ বাড়িটি একবার ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এরপর বাড়িটি কিছুটা সংস্কার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow