ঢাকার পরিবর্তে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে ৮টি ফ্লাইট

Oct 18, 2025 - 19:45
 0  3
ঢাকার পরিবর্তে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে ৮টি ফ্লাইট
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এয়ারফিল্ড সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে এ পর্যন্ত আটটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইট জটে আটকা পড়েছে চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যাচ্ছে। তার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। অর্থাৎ সর্বমোট আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট এখন পর্যন্ত ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এতোমধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, সর্বশেষ ঢাকাগামী আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।

এর আগে বিকেলে চারটি ফ্লাইট- দুটি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। সব মিলিয়ে মোট আটটি ফ্লাইট এখন পর্যন্ত বিকল্প হিসেবে চট্টগ্রামে নেমেছে।

শাহ আমানত বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অবতরণ করা ফ্লাইটগুলো নিরাপদে অবতরণ করেছে, যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ভয়াবহ আকার ধারণ করায় সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow