বৃহস্পতিবার ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

Nov 11, 2025 - 20:20
 0  5
বৃহস্পতিবার ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে এসব বিষয় চূড়ান্ত করতে হবে। এ মাসের মধ্যেই মতবিনিময় কার্যক্রম শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে একাধিক সংলাপ সম্পন্ন করেছে কমিশন। নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সংস্থাটি।

সচিব জানান, সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।

সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে ইসি সচিব বলেন, কবে, কাকে ডাকা হবে তা ধাপে ধাপে জানানো হবে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ‘দোসর’ দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় পার্টির প্রতীক ও দলীয় বিভক্তি নিয়েও ইসিতে আবেদন রয়েছে। এমন অবস্থায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি না এমন প্রশ্নে সচিব বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে ঠিক করা হবে কাদের ডাকা হবে।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দুই পক্ষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। হলে সবাই জানতে পারবেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। সংলাপের সময়সূচি জানিয়েছে কমিশন।

সকাল ১০টা থেকে দুপুর ১৩টা পর্যন্ত যেসব দলের সঙ্গে সংলাপ হবে-

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেসব দলের সঙ্গে সংলাপ হবে-

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow