ভোলার দৌলতখানে অস্ত্র ও জাল টাকাসহ আটক ৩

Apr 25, 2025 - 17:45
 0  5
ভোলার দৌলতখানে অস্ত্র ও জাল টাকাসহ আটক ৩
ছবি : সংগৃহীত

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর চরের একটি এলাকায় অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য জানান। 

আটককৃতরা হলেন- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। তারা তিনজনই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চর এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত জানান, উদ্ধারকৃত অস্ত্র ও জাল টাকাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow