ভোলায় গণধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে আটক

Mar 11, 2025 - 21:50
 0  2
ভোলায় গণধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে আটক
ছবি : সংগৃহীত

মিজানুর রহমান, ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন থেকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মোঃ শরীফ নামের একজন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ভোরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া শরীফ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার ঢালচর ইউনিয়নের আওয়ামীলীগের নেতা এবং সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের লাঠিয়াল সদ্দার। তার বাড়ি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. মোঃ শাহরিয়ার রিফাত অভি তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া আসামী শরীফ ঢালচর ইউনিয়নে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ৪ নম্বর আসামী।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালে ৬ মার্চ রাত ১২ টা ৫০ মিনিট ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া আজাহার মাস্টার বাড়ির উত্তর পাশের বাড়িতে মামলার এজাহার ভুক্ত ৫ আসামী ১৯ বছর বয়সী এক তরুনীকে জোর পূর্বক গণধর্ষণর পর ভিডিও ধারণ করে।

পরে ঘটনার এক বছর পরে আসামী শরীফ তার নিজের ফেসবুকে আইডিতে ওই ভিডিও আপলোড করেন। পরে শরীফসহ ৫ আসামীর বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় এবছর ২৫ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। মামলার পর থেকে তারা পালাতক ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow