রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

Aug 10, 2025 - 13:43
 0  8
রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
ছবি সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র এবং বিট সাংবাদিকদের সঙ্গে ঝালকাঠির রাজাপুরে একটি মতবিনিময় সভার আয়োজন করে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রয়েল ক্যাফ নামক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী উপস্থিত সাংবাদিকদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

এ সময় তার বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে আসার মূল কারন হচ্ছে ৫ ই আগস্ট এর পরে আমারা বুঝতে পেরেছি যে রাজনীতি নিয়ে আমরা এতদিন অভ্যস্ত এই রাজনীতিতে আর থাকার সুযোগ নেই, কারণ নতুন জেনারেশন যাদেরকে একসময় দুই তিন বছর আগে আমরা ফার্মে মুরগি বলতাম যে এরা ঘরের মধ্যে বসে থাকে সারাক্ষণ বসে মোবাইল টিপে এদের বোধহয় দেশ নিয়ে ভাবনা নেই রাজনীতি তো দূরের কথা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে একটা বিশাল জেনারেশন কিভাবে জেগে উঠেছে শুধু জেগে উঠেনি রাস্তায় একটা মরলে একটা মরে বাকিগুলো যায় না এই অবস্থায় তারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। 

এই পরিপ্রেক্ষিতে এই জেনারেশনকে একটি সঠিক পথে গাইড দিতে হবে। শিক্ষিত, ন্যায় পরায়ণ এবং যারা ভদ্র যারা মেধা দিয়ে কাজ করবে এই ধরনের ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত। 

এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সামনে নির্বাচন দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে , আমরা তার পক্ষেই কাজ করবো। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ধানের শীষকে বিজয়ী করা।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যারিস্টার মঈন ফিরোজীর কাছে কিছু প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow