কালিয়াকৈরে আটাবহ ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকল্পে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার ও সদস্য সচিব মোঃ মুহসীনউজজামান।
এছাড়াও সভায় কালিয়াকৈর উপজেলা, পৌর ও আটাবহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
What's Your Reaction?






