যৌন দৃশ্যে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না : হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ

Nov 13, 2025 - 02:25
 0  1
যৌন দৃশ্যে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না : হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ
হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ

পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কারী বা হলিউড ইনটিমেসি কো-অর্ডিনেটরদের নিয়ে মুখ খুলেছেন মার্কিন অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। ইনটিমেসি কো-অর্ডিনেটরদের প্রধান কাজ হলো অন্তরঙ্গ দৃশ্যের জন্য পরিচালক ও অভিনেতাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা।

মঙ্গলবারের ‘দ্য লুইস থেরউক্স পডকাস্ট’সবশেষ পর্বে, অনুষ্ঠানের সঞ্চালক ফ্লোরেন্স পিউ’র কাছে হলিউডে ইনটিমেসি কো-অর্ডিনেটরদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই পেশাটি (ইনটিমেসি কো-অর্ডিনেটর) তৈরি হওয়ার আগেই আমি অনেক যৌন দৃশ্যে অভিনয় করেছি। শুটিংয়ে যেন আমার কথা শোনা হয় তা আমি সব সময় নিশ্চিত করতে পেরেছিলাম।’

ক্যারিয়ারের প্রথমদিকে সেটে ইনটিমেসি কো-অর্ডিনেটরদের প্রয়োজনীয়তা দেখেননি এই মার্কিন তারকা। সাক্ষাৎকারে তিনি জানান এখন ধীরে ধীরে এর গুরুত্ব বুঝতে পারছেন। ফ্লোরেন্সের বলেন, ‘প্রথমে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছিল, যেখানে কো-অর্ডিনেটর বিষয়টি অস্বস্তিকর করে তুলেছিলেন। কিন্তু ইদানীং কিছু চমৎকার অভিজ্ঞতা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি এমন একটি পেশা যেখান থেকে অনেকে নিজেকে গুছিয়ে নিচ্ছে কিন্তু আমি বলব ভালো কো-অর্ডিনেটরদের সঙ্গে যৌন দৃশ্যে কাজ করার মাধ্যমে আমি এর অর্থ আরও ভালোভাবে বুঝতে পেরেছি।’

এমা স্টোন এবং মিকায়েলা কোয়েলের মতো অভিনেত্রীরা ইনটিমেসি কো-অর্ডিনেটরদের গুরুত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন। তবে অভিনেতারা অভিযোগ করেছেন যে ইনটিমেসি কো-অর্ডিনেটররা সেটের পরিবেশ নষ্ট করেন। সম্প্রতি অনেক অভিনেত্রীও কো-অর্ডিনেটরদের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন।

ফ্লোরেন্স পিউ স্বীকার করেছেন যে ইন্টিমেসি কো-অর্ডিনেটররা নারীদের স্পষ্টত সুবিধা দিচ্ছেন। অভিনেত্রীর কথায়, ‘নারী হিসেবে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করা একটু জটিল। তাই অনেক কিছু ভাবতে হয়।’

তিনি এক আবেগপূর্ণ দৃশ্যের উদাহরণ দেন যেখানে বারবার দৃশ্যটি করতে হয়েছিল। পু জানান, ‘আমি নারী হিসেবে কখনও পরিচালককে বলতে পারতাম না যে আর বেশি টেকের দরকার নেই। আমার সহশিল্পীই সেটে গিয়ে পরিচালককে জানিয়েছে যে ‘এটা করা দরকার নেই। যেটুকু হয়েছে সেটা পারফেক্ট। তখন বুঝতে পারলাম, আমি নিজে এই কথাটা বলতে পারতাম না। আমি বললে টিম মনে করতো নারী বলে আমি অস্বস্তি অনুভব করছি। কিন্তু যখন আমার সহ অভিনেতা বললো তখন সেটি খুব সহজেই গ্রহণ করা হলো।’

ফ্লোরেন্স পু মনে করেন, ইন্টিমেসি কোঅর্ডিনেটররা যৌন দৃশ্যের গল্প বোঝার, সংবেদনশীলতা এবং দৃশ্যের নৃত্যের মতো দিকগুলো শিখতে সাহায্য করেন। তিনি যোগ করেছেন, ‘ভালো কোঅর্ডিনেটরদের মাধ্যমে যা শিখেছি তা খুবই কার্যকর। যৌন দৃশ্যগুলো নিয়ে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow