রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক খুদে বার্তায় এই তথ্য জানায় বাহিনীটি।
এতে বলা হয়, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর দলের শীর্ষ নেতা ও পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিন সকাল ১১টার পর পর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রায় ৪০ মিনিটের যাত্রা শেষে বিমানটি ঢাকায় অবতরণ করে। এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি লন্ডন থেকে সিলেটে অবতরণ করে।
এদিকে, আজ সকালে দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।
প্রসঙ্গত, বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) যাবেন তারেক রহমান। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেবেন তিনি। তারপর মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে।
What's Your Reaction?

