রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের আটকের কারণ জানালো দিল্লি পুলিশ

Aug 11, 2025 - 17:17
 0  2
রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের আটকের কারণ জানালো দিল্লি পুলিশ
ছবি : সংগৃহীত

ভোটে কারচুপির অভিযোগে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের অভিমুখে বিরোধীদলীয় প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী দলীয় এমপিকে আটক করা হয়েছে।

বিরোধী দলীয় এমপিদের আটকের কারণ জানিয়েছে দিল্লি পুলিশ। তাদের অভিযোগ অনুমতির চেয়ে বিরোধী এমপিদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদেরকে আটক করা হয়।

নয়াদিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার বলেছেন, ‘নির্বাচন কমিশন প্রায় ৩০ জন সংসদ সদস্যকে বৈঠকের অনুমতি দিয়েছিল। তবে সংসদ সদস্যদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাদের বলা হয়েছিল যে ৩০ জনকে অনুমতি দেওয়া হয়েছে, যেকোনও ৩০ জন আসতে পারেন। কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তাদের আটক করা হয়েছে’।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের আটক করার নির্দেশ পেয়েছি এবং নির্বাচন কমিশনের প্রধান গেট থেকে গণমাধ্যমকে দূরে রাখতে বলা হয়েছে।’

এরআগে সোমবার সকালে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী সংসদ সদস্যদের ভোটার তালিকা ইস্যুতে সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ করছিলেন, এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির অন্যতম নেতা জয়রাম রমেশসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

সূত্র: বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow