রোহিতের সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

টেস্টে সাম্প্রতিক বাজে ফর্ম, ভীষণ সমালোচনার মধ্যে ছিলেন রোহিত শর্মা। এমন চাপ ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে কী ইনিংসটাই না খেললেন ভারত অধিনায়ক। তার ৩২তম সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিলো স্বাগতিকরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) কটকে আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয় ইংলিশরা। জবাবে ওপেনার রোহিতের ৯০ বলের ১১৯ রানের সুবাদে ৪৪.৩ ওভারে ৬ উইকেট খুইয়ে অনায়াসে লক্ষ্যে পৌঁছায় ভারত।
একাদশে দুটি পরিবর্তন এনেছিল ভারত। কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে ঢোকেন বরুণ চক্রবর্তী। আর যশস্বী জয়সোয়ালের জায়গায় একাদশে ঢোকেন বিরাট কোহলি।
রোহিতের নৈপুণ্যে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু হয় ভারতের। তিনি ও শুভমান গিল মিলে যোগ করেন ১০০ বলে ১৩৬ রান। আরেক ওপেনার গিল থামেন ৬০ রানে। চোট কাটিয়ে একাদশে ফেরা বিরাট কোহলি বেশিক্ষণ টিকতে পারেননি। ৫ রান করে আদিল রশিদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
তৃতীয় উইকেটে শ্রেয়াস আয়ারকে নিয়ে রোহিত যোগ করেন ৬১ বলে আরও ৭০ রান। মিড উইকেটে রশিদের দারুণ ক্যাচে থামতে হয় ভারত কাপ্তানকে। ততোক্ষণে ২৯.৪ ওভারে ভারতের রান ২২০। বাকি পথ পাড়ি দিতে তাদের কোনো অসুবিধে পোহাতে হয়নি। শ্রেয়াস ৪৭ বলে করেন ৪৪ রান। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ৪৩ বলে ৪১ রানে।
এর আগে, ইংল্যান্ড ৪৯.৫ ওভারে অলআউট হয় ৩০৪ রানে। ইংল্যান্ডের হয়ে ৭২ বলে সর্বোচ্চ ৬৯ রান করেছেন জো রুট। সাবেক অধিনায়কের ওয়ানডেতে এটি ৫৬তম ৫০ ছাড়ানো ইনিংস। তাতে এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ড গড়লেন রুট। আগের রেকর্ডটি ছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগানের।
ইংল্যান্ডের হয়ে আজ দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেন ওপেনার বেন ডাকেট। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা তুলে নেন ৩ উইকেট।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচ।
What's Your Reaction?






