শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বানেশ্বরে মহান মে দিবস পালিত

May 1, 2025 - 19:10
 0  6
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বানেশ্বরে মহান মে দিবস পালিত
ছবি : সংগৃহীত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

 আজ ১ মে বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পুঠিয়া উপজেলা দোকান কর্মচারি ট্রেড ইউনিয়নের উদ্যাগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্প্রতিবার (০১ মে) সকাল ৯টায় বানেশ্বর ট্রাফিক মোড় থেকে একটি র‍্যালি তৈল পাম্প হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে এসে শেষ করে একটি পথসভায় মিলিত হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম ডালিম,  পুঠিয়া উপজেলা সেক্রেটারি মোঃ ফজলুর রহমান, বানেশ্বর ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ শাহিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিতে সভাপতি তার বক্তব্যে দাবি করে বলেন, পুঠিয়া উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নে ১১৪ জন সদস্য নিয়ে গঠিত। এই উপজেলায় একটি অফিস জরুরি ভাবে দরকার তাদের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সরকারি প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের মাঝে বিভিন্ন রকমের অনুদান সরবরাহ করার জন্য অনুরোধ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow