সরকারি জায়গায় ভবন নির্মাণে বাঁধা দেওয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ!

May 8, 2025 - 19:10
 0  3
সরকারি জায়গায় ভবন নির্মাণে বাঁধা দেওয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ!
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণে বাঁধা দেওয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে অবৈধভাবে সরকারি জমিতে ভবন নির্মাণ বন্ধ এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করার প্রতিবাদ জানান সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে গ্রাম পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল আওয়াল বলেন, স্থানীয় জামায়াত নেতা শাহাদত হোসেন সন্টু ও তার সহযোগীরা মিরপুর ওয়াপদা এলাকায় বসবাসকারীদের যাতায়াতের রাস্তা বন্ধ করে সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করছে। ভুক্তভোগীরা বিষয়টি পঞ্চায়েত কমিটির কাছে জানালে পঞ্চায়েত কমিটি ভবন নির্মাণে বাঁধা দেয়। পরবর্তীতে আমিন এনে মাপ-জরিপ করে দেখা যায় সরকারি খাস জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন। 

গ্রাম পঞ্চায়েত ভবন নির্মাণে বাঁধা দিলেও স্থানীয় যুবদল নেতা রুবেল, জুয়েল ও আজিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন সন্টু। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।

তিনি বলেন, মিরপুর মহল্লার বিএনপি নেতাকর্মীরা কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়। সরকারি জমিতে ভবন নির্মাণে বাঁধা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে দাবী করে তিনি। 

এ সময় গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাসহ গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow