সারাদেশের ৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

Dec 30, 2025 - 15:50
 0  5
সারাদেশের ৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা
প্রতীকী ছবি

সারাদেশের ৩০০ আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্রভাবে মোট দুই হাজার পাঁচশত ঊনষাটটি মনোনয়নপত্র জমা পড়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

দল হিসেবে বিএনপি থেকে সর্বোচ্চ ৩৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া, জামায়াত ইসলামী থেকে ২৭৬, ইসলামী আন্দোলন থেকে ২৬৮, জাতীয় পার্টি থেকে ২২৪টি, গণঅধিকার পরিষদ থেকে ১০৪টি, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এবি পার্টি থেকে ৫৩টি, সিপিবি থেকে ৬১টি, জাতীয় নাগরিক পার্টি থেকে ৪৪টি, বাসদ থেকে ৪১টি মনোনয়নপত্র জমা হয়েছে। তাছাড়া, সারাদেশে স্বতন্ত্র ৪৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

তফসিল অনুযায়ী, গতকাল সোমবার ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। সেই আপীল ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।

আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচারণা শুরু হবে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই প্রচারণা চলবে।  আর ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow