সুইজারল্যান্ডে নববর্ষের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৪০
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার জনপ্রিয় স্কি রিসোর্টের একটি বারে নববর্ষের উৎসব চলাকালীন আগুন ও বিস্ফোরণে অন্তত ৪০ জনের মতো নিহত এবং প্রায় ১১৫ জনের বেশি আহত হয়েছেন। ১ জানুয়ারি স্থানীয় সময় রাত প্রায় দেড়টায় ঘটনাটি ঘটে যখন বারে শতাধিক মানুষ নতুন বছর উদযাপন করছিল। খবর বিবিসির।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আগুনটি বারের ঘরের ভেতর থেকে শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে, আর এটি একটি বিস্ফোরণের মতো অনুভূত হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন এটি আক্রমণ বা সন্ত্রাসবাদ নয় এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগুন দুর্ঘটনাবশত লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনের প্রচণ্ড গতিতে ধোঁয়া ও শিখা ভিতরের ভিতরে ছড়িয়ে পড়লে মানুষরা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন এবং বেশিরভাগই সিঁড়ি দিয়ে নিরাপদ স্থানে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ভিড় ও ধোঁয়ার কারণে অনেকেই আটকে যান। কিছু মানুষ জানালা ভেঙে বাইরে বের হয়েছেন বলে জানানো হচ্ছে।
ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে গুরুতর আহতদের ভর্তি করা হচ্ছে এবং কিছু রোগীকে অন্যান্য শহরের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে। কর্তৃপক্ষ একটি নো-ফ্লাই জোন ঘোষণা করেছে এবং তদন্ত অব্যাহত রেখেছে যাতে আগুনের সঠিক কারণ জানা যায় ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এবং বিভিন্ন দেশের কর্মকর্তারা নিহত ও আহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং ঘটনার শিকারদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
What's Your Reaction?

